বিনোদন জগতের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। কিন্তু মৃণাল সেনের জন্ম শতবর্ষে একাধিকবার শিরোনামে এসেছেন তিনি। মৃণাল পুত্র কুণাল সেন (Kunal Sen fake insta profile)। সম্প্রতি তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি মার্কিন প্রবাসী কুণাল সেনের।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে কুণাল জানান, তাঁর নামে ইন্সটাগ্রামে একটি ভুয়ো প্রোফাইল খুলে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে, এমন কী অন্যদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত নম্বরও চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন কুণাল।
Axar Patel Wedding: ঠিক যেন সফেদ রূপকথা! চুপিসারে বিয়ে করলেন অক্ষর প্যাটেল
সম্প্রতি, জানা গিয়েছে মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, নাম 'পদাতিক', তাতে মৃণালের ভূমিকায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।