একদিন আগেও যে সোশ্যাল মিডিয়া(kk's social media page) পেজে জ্বলজ্বল করছিল নজরুল মঞ্চের জমকালো পারফরম্যান্সের ছবি, ২৪ ঘণ্টা পর সেই পেজ থেকেই আপলোড করা হল শিল্পীর অন্তিম যাত্রার সময়সূচী। বুধবার সন্ধ্যায় সঙ্গীত শিল্পীর মরদেহ কলকাতা থেকে মুম্বই পৌঁছয়।
তার পরই কে কে-র সোশ্যাল মিডিয়া ( Social media) হ্যান্ডলে শেষকৃত্যের সময়সূচী দেওয়া হয়। ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে( Kk's last rite) শেষশ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।' পোস্ট করে আরও লেখা হয়েছে ''কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমার কথা সবসময় মনে পড়বে।''
বুধবার বিকেলে কলকাতার রবীন্দ্রসদন চত্ত্বরে গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হয় বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-কে( Singer KK)। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
৩১ মে, নজরুল মঞ্চের কনসার্ট শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন শিল্পী। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।