অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগতের হত্যা রহস্যে সিবিআই তদন্তের দাবি জানালো তাঁর পরিবার। সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে গোয়া সরকারকে চিঠি দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। উল্লেখ্য, শনিবারই হরিয়ানার মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সোনালি ফোগটের পরিজনরা।
শনিবার ফোগটের আত্মীয়দের সঙ্গে দেখা করে অভিনেত্রীর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। পাশাপাশি, সিবিআই তদন্তের মাধ্যমে এই কাণ্ডের পর্দাফাস হবে বলেও বিজেপি নেত্রীর পরিজনদের আশ্বস্ত করেন খট্টর।
আরও পড়ুন- Sonali Phogat: পানীয়ে বিষ মেশানো হয়েছিল, পুলিশি জেরায় স্বীকার করল সোনালি ফোগত হত্যার দুই অভিযুক্ত
উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবারই সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগত। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। বিকেলে শেষবার তাঁর সঙ্গে পরিবারের কথা হয়। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।