প্রয়াত বর্ষীয়ান পরিচালক বিষ্ণুপাল চৌধুরী (Bishnu Palchaudhuri)। 'জননী'খ্যাত পরিচালক বেশ কয়েকদিন ধরেই ছিলেন অসুস্থ। ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর চলছিল চিকিৎসা। মুম্বইয়ে কেমো নিয়েছিলেন। এরপর কলকাতায় ফিরে তার অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় বাইপাসের একটি হাসপাতালে। বেসরকারি হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।\
Rhea Chakraborty: সুশান্ত এখন শুধুই 'প্রাক্তন', সমস্ত অপবাদ ভুলে নতুন সম্পর্কে রিয়া চক্রবর্তী
সুপ্রিয়া দেবী অভিনীত 'জননী' ধারাবাহিকের হাত ধরেই টলিউডে পরিচালক হিসেবে অভিষেক তাঁর৷ তৎকালীন সময়ে অসম্ভব জনপ্রিয়তা কুড়িয়েছিল এই ধারাবাহিক৷ মুম্বইতে ফিরে গিয়ে চিকিৎসা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।