ছোটপর্দার সকলের প্রিয় 'মিঠাই' যখন বড়পর্দায় ডেব্যু করলেন, খুশি ধরে রাখতে পারেননি ভক্তরা। 'প্রধান'-এর পর ব্যাক টু ব্যাক দেব-সৌমীতৃষা জুটি দেখবে বলে যেন বসে ছিল গোটা টলিপাড়া। কিন্তু না, তেমনটা হল না। আর তাতেই বেজায় মন খারাপ 'মিঠাই' অনুরাগীদের।
সম্প্রতি, দেবের নতুন ছবি 'খাদান'এর ঘোষণা হল। নতুন অ্যাকশন ছবিতে দেবের নায়িকা ইধিকা পাল। টেলিপাড়া থেকে উঠে আসা ইধিকা বাংলাদেশের বড় পর্দায় কাজ করলেও এপার বাংলায় দেবের বিপরীতেই ডেব্যু করছেন।
Ram Temple-Arun Yogiraj: বাছাই পর্ব শেষ, রাম মন্দিরে বসছে কোন শিল্পীর তৈরি ভাস্কর্য?
কিন্তু 'প্রধান'-এর জুটি এখনই না ফেরায় যেন বড়সড় ধাক্কা খেলেন ওই জুটির প্রেমে পড়া দর্শকের একটা বড় অংশ।