আজ বাংলা তথা সারা ভারতের অন্যতম জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) জন্মদিন। ১৯৬৩ সালে আজকের দিনেই কলকাতায় জন্ম হয়। বেঁচে থাকলে আজ প্রবীণ নাগরিকত্ব পেতেন। দশ বছর হল ঋতুপর্ণ ঘোষ নেই। তবু বাংলা কি কখনও ঋতু-হারা হয়?
সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন তিনি।ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে।
১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'হীরের আংটি'।দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' মুক্তি পায় ১৯৯৪ সালে।
এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান।দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন।. ২০১৩ সালের ৩০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।