উরফি জাভেদ। মুম্বইয়ের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছেন। বরাবরই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট স্বতন্ত্র, অভিনব। এবার উরফি (Uorfi Javed) গায়ে জড়ালেন সাতটি কলার বিশিষ্ট এক লং ড্রেস।
নিজের ফ্যাশনের ট্রেন্ডের মধ্যে দিয়ে কিছু না কিছু বার্তা দিয়ে থাকেন উরফি। এবার পরলেন এক বেবি পিঙ্ক রং-এর লং ড্রেস। বেবি পিঙ্ক সাধারণত মহিলাদের রং হিসেবেই জনপ্রিয়। অথচ তাঁর পোশাকজুড়েই কলারের আধিক্য, শার্টের কলার, যা কিনা পুরুষের পোশাক হিসেবেই প্রচলিত। পোশাক রং কেন লিঙ্গ নিরপেক্ষ হবে না এই একুশ শতকেও, সম্ভবত এই প্রশ্নই ছুঁড়ে দিলেন উরফি। ভাঙলেন চিরাচরিত এক স্টেরিওটাইপ।
এর আগেও তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে চর্চায় এসেছেন উরফি। বিভিন্ন সময়েই তাঁর ফ্যাশন হয়ে উঠেছে সমাজের নানা স্টেরিওটাইপের মুখে একটুকরো প্রতিবাদ। এর আগে মণিপুরের হিংসা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী।