রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ । ছুটি পড়ে গিয়েছে স্কুল-কলেজ । কিন্তু, নিস্তার নেই অফিসে চাকুরেদের । রোদ, গরম মাথায় নিয়েই বেরোতে হচ্ছে রোজ । সব খেটে খাওয়া মানুষদের একই হাল । সেই তালিকা থেকে বাদ যান না সিরিয়ালের তারকারাও । গরমের মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা চলছে শুটিং (Tele Serial Shooting ) । ছুটিও মেলে না সেভাবে । আর এই গরমে আউটডোর শুটিং করতে গেলে তো অবস্থা আরও খারাপ হচ্ছে । তাই সিরিয়ালের কলাকুশলীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Federation of Cine technicians and workers of Eastern India) । সিরিয়ালের শুটিংয়ের জন্য বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে তারা । সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, গরমের মধ্যে শুটিং করা কঠিন হয়ে পড়ছে । সেকথা ভেবেই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
শুটিংয়ের পরিবর্তনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবা হচ্ছে । স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে জানিয়েছেন, আউটডোর শুটিং এখন বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে । শুটিংয়ের সময় পরিবর্তন করতে হবে । দুপুরে শুটিং না রাখাই ভাল । সেরকমই কয়েকটি বিষয়ে পরিবর্তন নিয়ে ভাবনা-চিন্তা চলছে । ইতিমধ্যেই, এই বিষয়ে আলোচনার জন্য প্রযোজক গিল্ড (ডব্লুএটিপি) এবং ইম্পাকে (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন) মেল করেছেন তিনি ।
আরও পড়ুন, Web Series Indu : 'ইন্দু' বদলে যাচ্ছে, ইশার জায়গা নিচ্ছে হিন্দি টেলিজগতের অভিনেত্রী !
সোম থেকে রবি, সকাল-সন্ধে মিলিয়ে বাঙালির ড্রয়িং রুমে রাজ করছে একাধিক সিরিয়াল । সন্ধেবেলায় এন্টারটেইনমেন্টের রসদ দিচ্ছেন ধারাবাহিকের কলাকুশলীরা । প্রতিদিন দর্শকদের তাঁদের আনন্দ-দুঃখের সঙ্গী করতে দিনে ১৪ ঘণ্টা পর্যন্তও চলে শুটিং । তাছাড়া ছুটিও সেভাবে মেলে না । গরমে আরও বেশি কষ্ট । তাই নিজেদের শরীর ঠিক রাখতে বহু তারকা এখন শুধু ফল ও জলের উপরেই বেঁচে রয়েছেন বলে খবর । প্রোটিন খাওয়া কমিয়ে দিয়েছেন সপ্তর্ষি, হানি বাফনারা ।