বালুকা বেলায় প্রেমিকার কাঁধে হাত রেখে বসে তোপসে। মানে, তপেশ রঞ্জন মিত্র! বিষম খেলেন? বাঙালির মেনে নিতে নিশ্চয়ই সমস্যাই হবে। ফেলুদা থাকবেন সদা সিঙ্গল, আর ফেলুদার অ্যাসিস্ট্যান্ট কাম ভাই তোপসের ঠোঁটের ওপর হালকা গোঁফের রেখা। এর বেশি কিছু ভাবতেই পারে না বাঙালি!
কিন্তু ভাবতে হচ্ছে সন্দীপ রায়ের নতুন তোপসের কারণে। ডিসেম্বরে মুক্তি পেতে চলা 'হত্যাপুরী'তে নতুন তোপসে আয়ুষ দাস। সম্প্রতি আয়ুষেরই সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই তাঁর সমুদ্র সৈকতে রোমান্সের ছবি দেখা গিয়েছে। এ কেমন ব্যাপার?
Sudipta Chakraborty: সৌরভ পালোধীর কাছে কাজ চাইলেন সুদীপ্তা, জাতীয় পুরস্কার প্রাপ্তের হাতে কাজ নেই?
আসলে এটি আয়ুষের পরবর্তী প্রজেক্ট। একটি মিউজিক ভিডিও। সেটিরই পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন আয়ুষ। কিন্তু আয়ুষ তো এখন বাঙালির চোখে আর যে কোনও কিশোর অভিনেতা নন, বরং তোপসেই। তপেশ রঞ্জনের এমন রোম্যান্টিক ইমেজ মেনে নেবে বাঙালি?