বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবির গুণগত মান নিয়ে আলোচনা এক ধৃষ্টতা। তবে, যে দিকটি নিয়ে অপেক্ষাকৃত কম চর্চা হয়ে থাকে, তা হল সত্যজিতের অভিনেতা বাছাই ক্ষমতা। বাংলা- সিনেমার জগতে বেশ কিছু দিকপাল অভিনেতা অভিনেত্রীরা আড়ালেই থেকে যেতেন, যদি না সত্যজিতের (Satyajit Ray films) ছবিতে তাঁরা অভিনয়ের সুযোগ পেতেন। আজ এমনই কয়েকজন অভিনেতার কথা বলব আমরা।
আরও পড়ুন: চার্লি চ্যাপলিনের পর তিনিই একমাত্র... সত্যজিৎ-এর সাত কাহন, রইল কিছু অজানা তথ্য
সন্তোষ দত্ত
নামটা উচ্চারণ করলেই যে ছবি ভেসে ওঠে আপনার মনে, বুকে হাত রেখে বলতে পারবেন, তা সত্যজিতের ছবির (Satyajit Ray films) চরিত্রে দেখা সন্তোষ দত্ত নয়? পারবেন না। সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথের জটায়ুই হোক, হীরক রাজার দেশের বিজ্ঞানী, কিমবা গুপি গায়েন বাঘা বায়েন, সমাপ্তি, পরশ পাথর একের পর এক ছবিতে সন্তোষ দত্তের অভিনয় বাঙালিকে আচ্ছন্ন করে রেখেছে।
করুনা বন্দ্যোপাধ্যায়
একবার পথের পাঁচালি (Pather Panchali) দেখার পর উপন্যাসটা পড়তে শুরু করবেন? সর্বজয়া হিসেবে করুণা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে ভাবতে পারবে বাঙালি? পথের পাঁচালী ছাড়াও, অপরাজিত, কাঞ্চঞ্জঙ্ঘায় করুণা বন্দ্যোপাধ্যায় অনবদ্য।
কামু মুখোপাধ্যায়
আবারও এক আইকনিক চরিত্র। সোনার কেল্লার যতটাই ফেলুদা- তোপসের, ততটাই মন্দার বোসের। মন্দার বোস আর কামু মুখোপধ্যায় যেন সমার্থক। সোনার কেল্লার ছাড়াও সত্যজিতের একাধিক ছবিতে, নায়ক (Satyajit Ray 101), গুপি গাইন বাঘা বাইন, নায়ক, একের পর এক ছবিতে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন কামু মুখোপাধ্যায়।
তুলসী চক্রবর্তী
বাংলা চলচ্চিত্রের এক কম আলোচিত, প্রতিভার নাম। সত্যজিতের পরশ পাথর (Satyajit Ray films) ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় বিশ্বমানের। অন্যান্য পরিচালকের ছবিতেও নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন তুলসী চক্রবর্তী। তবে তাঁর পরশ পাথর বাংলা ছবির একটি মাইলফলক। এছাড়া পথের পাঁচালীর পন্ডিত্মশায়ের চরিত্রেও তুলসী চক্রবর্তীর কোনও বিকল্প নেই।