বলিউডে 'পাঠান' ঝড় অব্যাহত। রোজ নতুন নতুন রেকর্ড ছুয়ে ফেলছে শাহরুখ-দীপিকা অভিনীত ছবিটি। কিন্তু ছবি মুক্তির আগে 'বেশরম রং' নিয়ে বিতর্ক কম হয়নি। সারা দেশ তোলপাড় হলেও নীরব ছিলেন দীপিকা। কীভাবে পারলেন? সেই রহস্য ফাঁস করলেন দীপিকা নিজেই। বিতর্কে ঘি ঢালা থেকে দীপিকাকে সংযত রেখেছে তাঁর ব্যাডমিন্টন। হ্যাঁ তেমনটা জানিয়েছেন দীপিকা নিজেই।
গ্ল্যামার দুনিয়ায় আসার আগে ব্যাডমিন্টনকেই পেশা হিসেবে নেবেন ভেবেছিলেন প্রকাশ কন্যা। নিয়মিত খেলতেনও। খেলার অভ্যেসই মাথা ঠান্ডা রাখতে শিখিয়েছে, বললেন দীপিকা। শুধু তাঁর না, শাহরুখের ক্ষেত্রেও ব্যাপারটা কম বেশি একই। স্কুল-কলেজ জীবনে খেলতেন কিং খানও। সেই অভ্যেসই সংযম শিখিয়েছে দুই তারকাকেই।
Paoli Dam: বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজে পাওলি, সঙ্গে নাসিরুদ্দিন শাহ-নিনা গুপ্তারা