তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই। বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল আগেই। বলছি কে এল রাহুল (KL Rahul) এবং সুনীল শেট্টী (Sunel Shetty) কন্যা আথিয়ার (Athiya Shetty) কথা। এবার নাকি ব্যান্ড্রার (Bandra) চার কামড়ার বিলাসবহুল ফ্ল্যাটে শিফট করলেন দুজনেই।
ইতিমধ্যে সুনীল এবং আথিয়ার মা মিলে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো করে ফেলেছেন। হবু জামাই নতুন ফ্ল্যাটে পাকাপাকি থাকবেন এশিয়া কাপ থেকে ফিরেই।
সুনীল শেট্টির (Suniel Shetty) কন্যা আথিয়ার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে হরদম দেখা যায় দুজনকে।
বলিউডে জোর গুঞ্জন ছড়িয়েছিল, খুব শিগগির নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন রাহুল-আথিয়া। তবে সে খবর যে নিছকই গুজব, স্পষ্ট করেছিলেন আথিয়া।
এমনিতে ছেলে মেয়েদের ওপর বিয়ের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাননা সুনীল এবং স্ত্রী। ওদের ইচ্ছে মতো সময়েই হবে বিয়ে, জানিয়েছেন সুনীল।