‘মা কালী’র (Kali Poster Controversy) হাতে সিগারেট । সেইসঙ্গে এলজিবিটিকিউ পতাকা । পরিচালক লীনা মণিমেকালাইয়ের 'কালী' ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায় । নিন্দের ঝড় উঠেছে । এবার হিন্দু দেবীকে অপমানের অভিযোগে এফআইআর (FIR) দায়ের করা হল লীনার (Lina) বিরুদ্ধে । দিল্লি পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে । ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ।
অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মকে অসম্মান, ধর্মীয় ভাবাবেগে ইচ্ছে করে আঘাত দেওয়া ও শান্তি ভঙ্গ করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে লীনার বিরুদ্ধে । লীনা মণিমেকালাই তামিলনাড়ুর মাদুরাইয়ের মেয়ে। যদিও থাকেন কানাডার টরেন্টোতে। কানাডা ফিল্ম ফেস্টিভ্যালেই মুক্তি পায় তাঁর ডকুমেন্টারি ‘কালী’। আর তার পোস্টারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লীনা ।
এদিকে, এই ছবি প্রকাশ্যে আসতেই কানাডা সরকারকে চিঠি লিখেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে কানাডা সরকার এবং সেখানকার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের কাছে যাবতীয় 'প্ররোচনামূলক' পোস্টার সরিয়ে ফেলার আর্জি জানানো হয়েছে। আক্রমণের জবাবে ওই পরিচালক জানিয়েছেন, তিনি নিজের বিশ্বাসের জন্য জীবন দিতেও তৈরি। লীনার টুইট, 'আমার কিছু হারানোর নেই। আমি যা বিশ্বাস করি, নির্ভিক ভাবে তা বলব। যদি তার জন্য প্রাণ দিতে হয়, তাও দেব।'