অস্কারের (Oscar 2023) মঞ্চে সেরা অভিনেত্রীর (Best Actress) পুরস্কার জিতলেন মিশেল ইয়ো । ৬০ বছরের মিশেল প্রথম এশিয়ান অভিনেত্রী হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়লেন । 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স' ছবির জন্য সেরা অভিনেত্রীর তকমা ছিনিয়ে নেন মিশেল ।
এদিন, অস্কারের মঞ্চে সাদা গাউনে নজর কেড়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল (Michelle Yeoh) । দেখলে কে বলবে, অভিনেত্রীর বয়স ৬০ ! পুরস্কার হাতে নিতে মঞ্চে উঠে কেঁদে ফেললেন মিশেল। পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ধন্যবাদ অ্যাকাডেমি। ইতিহাস রচনা হল।" এশিয়ান হিসেবে মিশেন পঞ্চম ব্যাক্তি যিনি অভিনয়ে অস্কার পেয়েছেন । ইয়ো তাঁর এই পুরস্কার তাঁর মায়ের সঙ্গে পৃথিবীর সকরল মা-কে উৎসর্গ করেছেন ।
আরও পড়ুন, Deepika Padukone : অফ শোল্ডার কালো গাউন, গলায় হিরের গয়না, অস্কারের মঞ্চে নজরকাড়া দীপিকা পাডুকোন
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অভিনেতার জন্য অস্কার জিতেছেন মার্কিন-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। 'দ্য হোয়েল' সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার জেতেন ব্রেন্ডন। ছবিতে ব্রেন্ডন অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের ব্যক্তির চরিত্রে। যিনি সমকামী।