আসন্ন অস্কারের জন্য নিজের ভোট দিলেন তামিল অভিনেতা সূর্য শিবাকুমার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা, যেখানে তিনি লিখেছেন, ভোট দিয়েছেন। যদিও কাকে ভোট দিয়েছেন সেই কথা সোশ্যাল মিডিয়ায় খোলসা করেননি।
সূর্য শিবাকুমার প্রথম তামিল অভিনেতা যিনি অস্কার কমিটিতে যোগ দিয়েছেন। অ্যাকাডেমি গত বছরের জুনে নতুন ৩৯৭ জন শিল্পীর একটি তালিকা প্রকাশ করেছে, যাদেরকে ২০২২ সালের জুন মাসে অ্যাকাডেমির ক্লাসে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই তালিকাতেই নাম রয়েছে সূর্যর।
আরও পড়ুন - জি ফাইভে অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজ, প্রকাশ্যে এল ট্রেলার
ভারতীয় সময় ১৩ মার্চ ভোরবেলায় অনুষ্ঠিত হবে অস্কার। বিশ্বের তাবড় তাবড় অভিনেতারা অংশ নেবেন সেখানে। চলতি বছর দক্ষিণী ছবি 'আরআরআর' অস্কারের জন্য মনোনীত হয়েছে।