বলিউড সিনেমার বক্স-অফিস রেকর্ডের আগের বহু ইতিহাস ভেঙে দিয়েছিল শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'পাঠান'। চিনে মুক্তি না পাওয়া সত্ত্বেও, প্রথম হিন্দি ছবি হিসাবে বিশ্বজুড়ে হাজার কোটি টাকার বেশি ব্যবসা করার রেকর্ডও পাঠানের দখলে। 'র' এজেন্টের জীবন নিয়ে তৈরি এই সুপারহিট ছবিকেই কার্যত নস্যাৎ করে দিলেন প্রাক্তন র প্রধান বিক্রম সুদ। তিনি জানান, র কীভাবে কাজ করে তা ওই ছবিতে দেখানো হয়নি তাই তিনি ছবিটি দেখে 'সময় নষ্ট করতে চান না'।
বলিউডে র এজেন্ট নিয়ে বহু ছবি হয়েছে। ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার শো-তে এসে বিক্রম সুদ 'পাঠান' বা 'টাইগার'-এর মতো ছবি তিনি তাঁর মনোভাব ব্যক্ত করেন। তাঁর কথায়, 'এই ধরনের গল্পের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্কই নেই। এই মনগড়া গল্পগুলো দেখা মানে সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আইএসআই এজেন্ট নায়িকা আর র এজেন্ট নায়ক একসঙ্গে থাকতে আরম্ভ করেছে! টেক আ ব্রেক! আমি পাঠান দেখিনি। দেখতেও চাই না। কেন অযথা সময় নষ্ট করব'!
তার বদলে ২০১৫ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'ব্রিজ অব স্পাইস' দেখার অনুরোধ করেন তিনি।