পুজো (Durga Puja) আসছে, পুজোর গান, পুজোর সাহিত্যের মতোই কিন্তু পুজোর ছবি (Bengali Film) নিয়েও বাঙালির মধ্যে বেশ একটা উন্মাদনা থাকে, বিশেষ করে বাংলা ছবি। প্রতি বছরই কোনও না কোনও বাংলা ছবি পুজোর মুখে মুক্তি পায়, ভাল ব্যবসা করে, কিন্তু এ বছরের মতো বোধয় আগে কখনও হয়নি। এবারের পুজো একেবারে তারায় ভরা। মুক্তি পাচ্ছে দেব-কোয়েল-মিমি-প্রসেনজিৎ সকলের ছবি। তেইশের পুজোয় প্রায় সব বড় প্রযোজনা সংস্থাই আসছে বড় বাজেটের ছবি নিয়ে।
কী কী ছবি আসছে?
এসভিএফ-এর তুরুপের তাস সৃজিত মুখোপাধ্যায়। এই প্রথম বাংলায় মাল্টিভার্স কপ সিনেমা বানাচ্ছেন সৃজিত। তারায় ভরা সে ছবিতে কে নেই। যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ, জয়া এহসান। '২২ শ্রাবণ' আর 'ভিঞ্চিদা'র জোড়া সিকোয়েল আসছে এই পুজোয়।
এটা এমন এক গল্প যেখানে প্রবীর রায়চৌধুরী (প্রসেনজিৎ চট্টাপাধ্যায় অভিনীত ‘২২শে শ্রাবণ’-এর বিখ্যাত চরিত্র) এবং বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘ভিঞ্চি দা’-র চরিত্র) হাত মিলিয়ে কাজ করবে।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আনছে 'বাঘাযতীন'। নাম ভূমিকায় দেব নিজে। ব্যোমকেশ, গোলন্দাজ সহ একের পর এক আইকনিক চরিত্রে দেব।
উইনডোজের প্রযোজনায় আসছে, রক্তবীজ। পরিচালনায় নন্দিতা-শিবপ্রসাদ জুটি। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী। খাগড়াগড় কাণ্ড নিয়েই ছবির গল্প।
বাকি থাকল ক্যামেলিয়া এবং সুরিন্দর ফিল্মস। এদের যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে সুচিত্রা ভট্টাচার্যর 'সারান্ডায় শয়তান' উপন্যাস অবলম্বনে 'জঙ্গলে মিতিন মাসি'। অরিন্দম শীলের পরিচালনায় অভিনয়ে কোয়েল মল্লিক।