শীতকাল তো এসেই পড়ল। বাতাসে হিমের স্পর্শ তেমন না থাকলেও ছুটি ছুটি ভাব৷ আগামী উইকেন্ডে বাড়িতে থাকার কথা ভাবছেন? কফির কাপ হাতে নিয়ে নজর রাখবেন ল্যাপটপে- কোন ওটিটি প্ল্যাটফর্মে কোন সিনেমা রিলিজ করছে, খোঁজ নিয়েছেন? আপনার জন্য কিন্তু এই উইকেন্ড একদম জমজমাট!
একসঙ্গে তিন ধামাকা। ৮ তারিখে হইচইতে রিলিজ করছে 'একেনবাবু'। একদিকে ক্ষুরধার বুদ্ধিতে শানিয়ে নেওয়া দুর্দান্ত গোয়েন্দাগিরি, অন্যদিকে দমফাটা হাসি, মজা আর সরস বন্ধুত্বের ককটেল। দেখলে জমে যাবে সপ্তাহান্তের অবসর।
Sandipta Sen: পড়াশোনায় কেমন ছিলেন সন্দীপ্তা? অভিনয়ের পাশে অন্য পেশাও রয়েছে অভিনেত্রীর?
জি ফাইভে রিলিজ করছে 'কড়ক সিং'। মিস করবেন না একদম৷ বাংলাদেশ এবং টলিউড মাতিয়ে দেওয়ার পর এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন জয়া এহসান।
নেটফ্লিক্সে রিলিজ করছে আর্চিস! জোয়া আখতারের পরিচালনায়। চরিত্রগুলিকে ফেলা হয়েছে ছয়ের দশকের ভারতে। ইতিমধ্যেই দারুণ হাইপ তৈরি হয়ে আর্চিস নিয়ে।