শুক্রবার মানে সপ্তাহান্তের গেটওয়ে। শুক্রবার মানেই বক্স অফিস রিলিজ, ওটিটি স্ট্রিমিং। এই শুক্রবারেও বাঙালির জন্য বেশ জমাটি। বড়পর্দায় ঈশা-পরম, ওটিটি-তে অঞ্জন!
প্রবাসে কাটছিল ঋভু-তোড়ার দাম্পত্য। কিন্তু সুখ চিল না তাতে। বহুদিন দেশে না ফেরা, মিউজিককেই কেরিয়ার বানানো ইমরানকে মন দিয়ে বসলেন তোড়া। ছবির নাম 'ঘরে ফেরার গান'। কিন্তু কার ঘরে ফেরা? ইমরানের, নাকি ঋভুর নাকি তোড়ার, কোন দিকে গল্প মোড় নেবে, তা অবশ্য এখনো অজানা। পরম নিজেই এই ছবির প্রযোজক। বড়পর্দায় ১৭ মার্চ মুক্তি পাচ্ছে 'ঘরে ফেরার গান'।
জি ফাইভে আসছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ 'সেভেন'। তবে পরিচালক নিজেই বলছেন, এটা শুধু সাসপেন্স নয়, তারচেয়ে বেশি কিছু।
সুপ্রভাত দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব-ঋকদ্ধিমা, ছাড়াও সিরিজে রয়েছেন পরিচালক অঞ্জন দত্ত নিজে। নিজের অন্য ছবি-সিরিজের মতোই এখানেও পরিচালনা ছাড়াও ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অঞ্জন দত্ত নিজেই। পাহাড়ে ঘুরতে গিয়ে বাঙালি কিছু পর্যটক কোনওভাবে জড়িয়ে যান অপরাধ জগতের কাণ্ড কারখানার সঙ্গে, সেই নিয়েই ছবি। ট্রেলারের পরতে পরতে অঞ্জন দত্তের গল্প বলার চেনা ম্যাজিক।