বলিউডে বাঙালি শিল্পীর সংখ্যা কম নেই । সে ছোট পর্দা হোক বা বড় পর্দা । তবে, সম্প্রতি দেখা যাচ্ছে, টলি অভিনেতা-অভিনেত্রীদের যাতায়াত বেড়েছে মুম্বইয়ে । একাধিক হিন্দি ছবিতে কাজ করছেন যিশু, শাশ্বত, আবির, মিমিরা । শুধু বড়পর্দার নায়ক, নায়িকারা নন, সম্প্রতি আরব সাগরের তীরে পাড়ি জমাচ্ছেন টেলি দুনিয়ার অভিনেত্রীরাও । যাঁদের এতদিন বাংলা ধারাবাহিকের মুখ হিসেবে দেখা যেত, তাঁরাই এবার হিন্দি সিরিয়ালের নায়িকা । তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক নাম । অদ্রিজা, দেবচন্দ্রিমার নাম তো আগেই ছিল তালিকায় । এর পর সেখানে যুক্ত হল শ্রীতমা মিত্রের নাম । তাঁকেও দেখা যাবে হিন্দি ধারাবাহিকে । আজকের প্রতিবেদনে তিন অভিনেত্রীর বলি সফরের কথাই জানব আমরা ।
অদ্রিজা রায়
বাংলা ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু । বাংলা সিনেমাতে 'পরিণীতা'-তেও অভিনয় করেন । তারপর অভিনেত্রীর ডাক আসে সুদূর মুম্বই থেকে । হিন্দি ধারাবাহিক 'দুর্গা অউর চারু'-তে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হয় তাঁর হিন্দি টেলি দুনিয়ার সফর । তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি । একের এক হিন্দি ধারাবাহিকে কাজের সুযোগ এসেছে । 'দুর্গা অউর চারু'-র পরই 'ইমলি' ধারাবাহিকে অভিনয় করেন অদ্রিজা । সেই ধারাবাহিকও শেষ হয়েছে ইতিমধ্যে । আর সেই ধারাবাহিক শেষ হতে না হতেই একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক 'কুণ্ডলি ভাগ্য'-তে সুযোগ পেয়ে যান অদ্রিজা । ধীরে ধীরে যে মুম্বইয়ে পা জমাচ্ছেন অদ্রিজা, তা বলাইবাহুল্য ।
দেবচন্দ্রিমা
বাংলা ধারাবাহিকে খলনায়িকা থেকে নায়িকা...বিভিন্ন ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী । বাংলায় শেষ দেবচন্দ্রিমার শেষ ধারাবাহিক ছিল সাহেবের চিঠি । তারপরই হিন্দি ধারাবাহিকে আসে কাজের সুযোগ । কালারস চ্যানেলের নতুন সুপার ন্যাচারাল ধারাবাহিক 'সুহাগন চুড়েল'-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম দেবচন্দ্রিমা । অভিনেত্রী জানিয়েছিলেন, গত এক বছর ধরে মুম্বইয়ে নিয়মিত অডিশন দিচ্ছিলেন । তারপরেই মেলে এই সুযোগ ।
শ্রীতমা মিত্র
শ্রীতমা মিত্র । বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী । এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে। এর আগে বাংলায় উমা, মন দিতে চাই, পাণ্ডব গোয়েন্দা-তে দেখা গিয়েছিল তাঁকে । এবার প্রথমবার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন শ্রীতমা মিত্র । ধারাবাহিকের নাম অ্যাডভোকেট অঞ্জলি অবস্থী । সম্প্রতি, ধারাবাহিকের প্রোমোও সামনে এসেছে । জানা গিয়েছে, গীতা এলএলবি-র রিমেক এই ধারাবাহিকটি । গীতা এলএলবি মাত্র কয়েক মাসেই দর্শকদের ঘরে জায়গা করে নিয়েছে । এখন দেখার বিষয় বাংলার পাশাপাশি হিন্দিতেও কতটা জায়গা করে নিতে পারে এই ধারাবাহিক ।
তবে, হঠাৎ করে এত বাঙালি অভিনেতা-অভিনেত্রী মুম্বইয়ে গিয়ে কাজ করছেন, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । অনেকেই বলছেন, বাংলায় কি কোনওভাবে কাজ পাচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরা ? কারণ শুধু এই তিন অভিনেত্রীই নয়, হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ঋষি কৌশিক, অঙ্কিতা চক্রবর্তী, ভরত কলদেরও । যদিও এই প্রশ্নের উত্তর এখনও অজানা । তবে, টলিউড থেকে বলিউডে কাজ করতে যাওয়ার ট্রেন্ড নতুন নয় । এর আগেও বাংলার টেলি জগতের বহু অভিনেতা-অভিনেত্রী মুম্বইয়ে কাজ করেছেন । সেখানেই কেরিয়ার গড়েছেন । সেই তালিকায় রনিত রায় থেকে সায়ন্তনী, মৌনি রায় অনেকেই রয়েছেন ।