বিনোদন জগতে এখন নতুন ট্রেন্ড রি-রিলিজ । পুরনো দিনের সিনেমাগুলি ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে ।সম্প্রতি, যেমন নস্ট্যালজিয়াকে উস্কে দিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে করণ-অর্জুন । সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন শাহরুখ ও সলমন । শুধু তাই নয়, শাহরুখের আরও দু'টি ব্লকবাস্টার সিনেমা 'কাল হো না হো', 'পরদেশ' রি-রিলিজ-এর তালিকায় রয়েছে । দক্ষিণী ইন্ডাস্ট্রিও নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছে । বাদ যায়নি বাংলা বিনোদন জগতও । রি-রিলিজ-এর সংখ্যা হয়তো কম টলিউডে, কিন্তু, পুরনো সিনেমার নতুন করে মুক্তির ট্রেন্ড এখানেও শুরু হয়েছে । কিন্তু, কেন রি-রিলিজ-এর দিকে ঝুঁকছে গোটা বিনোদন জগৎ ? বর্তমান যুগের সিনেমা কি মানুষের মনে জায়গা তৈরি করতে ব্যর্থ হচ্ছে ? বিনোদনের বাজার কি দিন দিন পড়ে যাচ্ছে ? তাই, পুরনো সিনেমাতেই ভরসা রাখতে চাইছেন ? এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সিনেমা রি-রিলিজ করছে ?
করণ-অর্জুন
'ইয়ে বন্ধন তো প্যায়ার কার বন্ধন হ্যায়...' ফির আয়েঙ্গে করণ-অর্জুন । সত্যিই করণ-অর্জুন ফিরে এসেছে । ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি । মুখ্য ভূমিকায় শাহরুখ খান ও সলমন খান । দুই ভাইয়ের কাহিনী । ৩০ বছর আগের সিনেমা আজও সমান প্রাসঙ্গিক । মানুষের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে করণ-অর্জুন । পুনরায় মুক্তি ২০২৪ সালের ২২ নভেম্বর ।
কাল হো না হো
২০০৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, সইফ আলি খান ও প্রীতি জিন্টা অভিনীত 'কাল হো না হো' । রি-রিলিজ ১৫ নভেম্বর, ২০২৪ । ১১ বছর আগে নয়না ও আমানের লাভ স্টোরি, যা কোনও দিনও পরিণতি পায়নি । বারবার চোখ ভিজেছে দর্শকদের । সিনেমার গানগুলি আজও ফোনের প্লে লিস্টে বেজে ওঠে অনেকের ।
পরদেশ
ইয়ে মেরা ইন্ডিয়া...আই লভ মাই ইন্ডিয়া...২৭ বছর আগে পর্দায় মহিমা চৌধুরী, শাহরুখ খানরা ব্লকবাস্টার সিনেমা পরদেশ উপহার দিয়েছিলেন দর্শকদের । আবারও ফিরছে পরদেশ । ২০২৪ সালের ১৫ নভেম্বর শুভ মুক্তি ।
হাম আপকে হ্যায় কৌন
সলমন খান ও মাধুরী দীক্ষিতের আইকনিক সিনেমা হাম আপকে হ্যায় কৌন । ৩০ বছর আগে মুক্তি পেলেও সিনেমার প্রতিটা দৃশ্য, গান আজও দর্শকদের মন জুড়ে রয়েছে । বিয়ে হোক বা কোনও অনুষ্ঠান...সলমন-মাধুরীর সিনেমার গান বাজবে না, তা কিন্তু হয় না ।
অজব প্রেম কি গজব কাহানি
২০০৯ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'অজব প্রেম কি গজব কাহানি' । চলতি বছর ২৫ অক্টোবর ফের মুক্তি পেয়েছে সিনেমাটি । বলিপাড়ায় গুঞ্জন, ছবির সেট থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন নায়ক-নায়িকা । যদিও, সেই প্রেম টেকেনি বেশিদিন ।
রহেনা হ্যায় তেরে দিল মে
২০০১ সালের পর আবারও প্রেমে পড়তে বাধ্য করবে ম্যাডি-রিনার লভ স্টোরি । ২০২৫ সালে ৩০ অগাস্ট বড়পর্দায় ফের মুক্তি পাবে সিনেমাটি । মাধবন-দিয়া মির্জার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল ।
তুম্বড়
চলতি বছর সেপ্টেম্বর মাসেই ফের মুক্তি পেয়েছে তুম্বড় । ২০১৮ সালের সিনেমা । সিনেমার প্রধান চরিত্র বিনায়ক রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সোহম শাহ । একটি গ্রামকে ঘিরে সিনেমার কাহিনি । আর্ট-হাউজ হরর ঘরানার এই ছবি সমালোচক থেকে দর্শক, সকলেরই মন জয় করে সেই সময় ।
এছাড়াও বলিউডে রি-রিলিজের তালিকায় রয়েছে, রকস্টার, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, জব উই মেট, চক দে ইন্ডিয়া ইত্যাদি । অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে মহেশ বাব, প্রভাস-সহ একাধিক তারকার সিনেমা পুনরায় মুক্তি পেয়েছে বড়পর্দায় । সেই তালিকায় রয়েছে মিস্টার পারফেক্ট, মুরারি, ইন্দ্র, শিবা ইত্যাদি ।
টলিউডে রি-রিলিজের সংখ্যা কম । কয়েকদিন আগেই বড়পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে দেবের চাঁদের পাহাড় । চলতি বছর সেপ্টেম্বরেই মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের আইকনিক সিনেমা মহানগর ।
এবার সেই পুরনো প্রশ্নে ফেরা যাক । কেন পুরনো সিনেমাগুলি আবার মুক্তি পাচ্ছে ? ট্রেড অ্যানালিস্টরা বলছেন, রি-রিলিজের ট্রেন্ড নাকি নতুন নয় । সত্তরের দশকেও ছিল । ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর একাধিক ক্লাসিক সিনেমাও রি-রিলিজ করা হয়েছিল । তবে, সমালোচকরা বলছেন, এখন হিট, মন ছুঁয়ে যাওয়া ছবির সংখ্যা কমেছে । মুখ থুবড়ে পড়ছে একের পর এক সিনেমা । বাজার চাঙ্গা করতেই নাকি পুরনো সিনেমা ফিরিয়ে আনা হচ্ছে ।
শুধু কি তাই, পুরনো সিনেমার সিক্যুয়েল নিয়েও কাজ চলছে । সম্প্রতি, বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে বাজিগর টু আসছে । ৩১ বছর আগে বাজিগর সাফল্য এনে দিয়েছিল শাহরুখকে । এবার সেই নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে তৈরি প্রযোজক রতন জৈন । তিনি জানিয়েছেন, সিক্যুয়েলের জন্য শাহরুখকেই ভেবেছেন প্রযোজক । ছবি নিয়ে অভিনেতা-প্রযোজকের মধ্যে আলোচনা চলছে । সব ঠিক থাকলে দারুণ উপহার অপেক্ষা করছে দর্শকদের জন্য ।