নিমন্ত্রিতদের তালিকায় একেবারে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা কেউই ছিলেন না। তবু, ছিমছামভাবে বিয়ে করলেও মহার্ঘ্য উপহারের কোনও কমতি নেই কেএল রাহুল এবং আথিয়া শেঠির বিয়েতে। সূত্রের খবর অনুযায়ী, সেই উপহারের তালিকায় অতি দামি বিএমডব্লিউ থেকে বিলাসবহুল অডি গাড়ি- কী নেই! সেইসব দামি উপহারের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
বলিউড তারকা সুনীল শেঠি তাঁর মেয়ে-জামাইকে ৫০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন।
সুপারস্টার সলমন খান ও তাঁর পরিবার সুনীল শেঠির পরিবারের অতি ঘনিষ্ঠ। রাহুল-আথিয়াকে ১ কোটি ৬৪ লক্ষ টাকা দামের অডি উপহার দিয়েছেন। অন্যদিকে, ক্রিকেট তারকা তথা রাহুলের সতীর্থ বিরাট কোহলি নববিবাহিতদের দিয়েছেন ২ কোটি ১৭ লক্ষ টাকা দামের বিএমডব্লিউ গাড়ি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন ৮০ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল কাওয়াসাকি নিনজা বাইক। অভিনেতা জ্যাকি শ্রফ দিয়েছেন ৩০ লক্ষ টাকা মূল্যের শফার্ড ঘড়ি। আরেক অভিনেতা অর্জুন কাপুর ও তাঁর বোন আনশুলা কাপুর দেড় কোটি টাকা মূল্যের হিরের ব্রেসলেট উপহার দিয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেঠিকে।