গত সপ্তাহেই টিআরপি-র তালিকায় ঘটে গিয়েছিল বড় পরিবর্তন। সবাইকে টপকে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছিল জি-বাংলার ধারাবাহিক ‘গৌরী এল’। কিন্তু, এই টিআরপি-র দুনিয়ায় কখন কে যে কোন স্থানে থাকবে, তা আন্দাজ করাও মুশকিল হয়ে যায়। এখানে আজ যে রাজা, কাল সে ফকির! এই সপ্তাহে 'গৌরি এল'-কে টপকে প্রথম স্থানে উঠে এল 'গাঁটছড়া'। বাড়ির বউ-মেয়েদের নিয়ে ফ্যাশন শো, খড়ির দুর্ধর্ষ প্ল্যান, সর্বোপরি গল্পে নানা মোড়ই এই সপ্তাহে তাকে করে দিয়েছে প্রথম। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৮.২। দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের টপার ‘গৌরী এল’। ওই ধারাবাহিক পেয়েছে ৮।
এই টিআরপি'র লড়াইতে গত সপ্তাহের মতই এই সপ্তাহেও তেমন দাগ কাটতে পারল না আরেক অতি জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। গত সপ্তাহের দ্বিতীয় স্থান থেকে আরও খানিকটা নেমে এবারে টিআরপি তালিকায় তার স্থান চতুর্থ! প্রাপ্ত নম্বর ৭.২। গত সপ্তাহে যা ছিল ৮.১। প্রাপ্ত নম্বর যে অনেকটাই কমেছে তা বলার অপেক্ষা রাখে না।
তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। আগের সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে তার। ৭.৭ থেকে হয়েছে ৭.৪। পঞ্চম স্থানে দর্শক স্থান দিয়েছে ‘ধুলোকণা’কে। ওই ধারাবাহিকটি পেয়েছে ৭.১। এর পরেই রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এক সময় বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম হয়েছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে, শেষ কয়েক সপ্তাহ ধরে সময়টা ভাল যাচ্ছে না ধারাবাহিকটির।