গণেশ চতুর্থীর পূণ্যলগ্নে উৎসবের আমেজে সেজে উঠেছে গোটা দেশ। আগে কেবল মহারাষ্ট্রেই গণেশ চতুর্থীর মহোৎসব বড় করে হত। কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে দেশের অন্য প্রদেশেও। কলকাতাতেও গণেশ চতুর্থীর উৎসবের জনপ্রিয়তা বাড়ছে।
শাস্ত্র বলছে, সিদ্ধিদাতা ভগবান গণেশ জন্মেছিলেন ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে, স্বাতী নক্ষত্র এবং সিংহ রাশিতে। হিন্দু শাস্ত্র মতে, সমস্ত দেব-দেবীর মধ্যে গণেশ হলেন প্রথম পূজিত দেবতা। স্বয়ং শিব গণেশকে এই বর দিয়েছিলেন। যে কোনও শুভকাজে সবার আগে পুজো পান গণপতি।
গণেশ ছাড়াও তাঁর অনেকগুলি নাম রয়েছে। তার মধ্যে কয়েকটি হল: গণপতি, সিদ্ধিদাতা, পিল্লাইয়ার বিঘ্নেশ্বর, যানইমুগতবন, বিনায়ক, গজপতি, একদন্ত, মহাকায়।
Ganesh Chaturthi 2022: গণেশের একটা দাঁত কেন ভাঙা? কী বলে পুরাণের গল্প?
কেবল শাস্ত্র নয়, আধুনিক রাজনৈতিক ইতিহাসেও গণেশ চতুর্থীর গুরুত্ব বিরাট৷ মারাঠা শাসক ছত্রপতি শিবাজি ১৬৩০ থেকে ১৬৮০ সালের মধ্যে মুঘলদের বিরুদ্ধে মারাঠা জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে জাঁকজমক সহকারে ‘গণপতি উৎসব’-এর সূচনা করেন।