ছবিটি নিয়ে উন্মাদনা শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরেই। অতিমারির কারণে একাধিকবার বাধাপ্রাপ্তও হয়েছিল ছবিমুক্তির তারিখ। অবশেষে, শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল আলিয়া ভাট (Alia Bhatt) ও অজয় দেবগণ অভিনীত 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে প্রায় সাড়ে ৯ থেকে ১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য আলিয়া শুক্রবার রাতে মুম্বইয়ের খারের গ্যালাক্সি সিনেমায় হাজির হয়েছিলেন। প্রিয় তারকাকে দেখে ভক্তদের ভিড় উপচে পড়ে। অনুরাগীদের জন্য নিজের গাড়ি থেকেই 'গঙ্গুবাই'-এর কায়দায় নমস্কার করেন অভিনেত্রী।
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিটি মুক্তির আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছিল। আলিয়া এবং অজয় ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বিজয় রাজ এবং সীমা পাওয়া'র মত অভিনেতা-অভিনেত্রীরাও। হুসেন জাইদির বই 'মাফিয়া কুইনস অব মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি।