বক্স অফিসে 'গঙ্গুবাই'-এর (Gangubai Kathiawadi) বিজয়রথ অব্যাহত! মুক্তির পর থেকেই সাড়া ফেলে দিয়েছিল সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'।
২৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবিটি এক সপ্তাহের মধ্যেই পেরিয়ে গেল ১০০ কোটি'র ম্যাজিক ফিগার।
আরও পড়ুন: 'পাঠান'-এর শুট করতে স্পেনে যাচ্ছেন শাহরুখ, দেখুন ভিডিয়ো
এখনও পর্যন্ত ছবিটি বিশ্বজুড়ে ১০৮ কোটি ৩০ লক্ষ টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে।
মহারষ্ট্র এবং দিল্লিতে প্রেক্ষাগৃহে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করার ব্যাপারে সরকার সবুজ সংকেত দিয়ে দেওয়ার পর এই ছবির ব্যবসা আরও রমরম করে চলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।