তাঁর অভিনয় প্রতিভার সাক্ষী একবার নয়, বারবার হয়েছে দর্শক। চরিত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন অভিনেত্রী গার্গী রায় চৌধুরী। এবার করলেন গান নিয়ে। এই প্রথম ছবিতে প্লেব্যাক করলেন গার্গী নিজেই। অতনু ঘোষের ছবি 'শেষ পাতা'য় অভিনেত্রীর গলায় গাওয়া রবীন্দ্র সঙ্গীতের ভিডিওটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
Parenting Style: সন্তানের ওপর চিৎকার, নিয়মিত ভয় দেখানো... শিশুর মানসিক স্বাস্থ্য ভাঙছে রোজ
গার্গী গেয়েছেন 'আমার জ্বলেনি আলো, অন্ধকারে'...গান শুনলে মনেই হয় না পেশাগত সঙ্গীত শিল্পী নন তিনি। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে 'শেষ পাতা'।
ইতিমধ্যে ছবির ট্রেলার, প্রসেনজিত-গার্গীর অভিনয়, সংলাপ মুগ্ধ করেছে দর্শকদের। এবার অভিনেত্রীর গলায় রবীন্দ্র সঙ্গীত শুনে অবাক ভক্তরা।