আর সে নতুন নয়, বরং ৪ বছরের বছরের পুরোনো জামাই। তবুও জামাই আদরে কিন্তু একটুও কমতি নেই। কথা হচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রতিবছরই শ্বশুর বাড়িতে জমিয়ে জামাই আদর খান তিনি, এবারেও তাঁর অন্যথা হল না। একেবারে পঞ্চব্যঞ্জনে পাত সাজিয়ে জামাই ষষ্ঠী খেতে বসলেন দেবলীনা-গৌরব। তার টুকরো বেশ কিছু ছবি শেয়ারও করেছেন দুজনে।
কাঠের থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল রকমারি পদ, ৫ ভাজা, ডাল, শুক্তো, সঙ্গে ৬ থেকে ৭ রকমের মাছের পদে এলাহি আয়োজন ছিল দেবলীনার বাড়িতে। ধুতি পাঞ্জাবি পরে খেতে বসেছিলেন গৌরব, সঙ্গে ছিলেন দেবলীনাও। শ্বশুর মশাই দেবাশীষ কুমার এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি গৌরব।