বাংলা বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখ জানিয়েছিলেন খুশির খবরটা, এবার গৌরব (Gaurav Chakrabarty) ঋদ্ধিমা (Riddhima Ghosh) জানালেন 'একে একে তিন' হওয়ার সময় এসে গেছে।
বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন হবু মা-বাবা দুজনেই। এর মাঝেও অন্তঃসত্তাকালের একগুচ্ছ ছবি শেয়ার করেছে ঋদ্ধিমা। বহুবছরের প্রেম পর্বের পর ২০১৭ সালের শেষে চারহাত এক হয় টলিপাড়ার এই জনপ্রিয় জুটির।
Srabanti Chatterjee: 'আঁধারের গায়ে গায়ে...', শ্রাবন্তীর নামে নামকরণ এক তারার
দুজনের অন এবং অফস্ক্রিন রসায়ন বরাবরই দুর্দান্ত। কাজের ফাঁকে দুজন দুজনকে সময় দিতে ভোলেন না, হাতে দিন কয়েকের ছুটি পেলেই ওদের পায়ের তলায় সর্ষে, বেরিয়ে পড়েন এদিক সেদিক।