চার মেয়ের গল্প। চার কন্যার চার সংসার, তাদের গল্পগুলো আলাদা লড়াইও আলাদা। কিন্তু কোথাও এসে মিলে যাচ্ছে সবার সব গল্প। হইচইতে আসছে সাহান দত্তের (Sahana Dutta)-র নতুন ওয়েব সিরিজ 'গভীর জলের মাছ'। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
বাংলা ছবিতে মহিলাকেন্দ্রিক গল্প নিয়ে ছবি কম হয়, এমন অভিযোগ এখন আর করা যাবেনা, গত একবছরে সেরকম একাধিক সিরিজ নিয়ে এসেছে হইচই।
স্বস্তিকা দত্ত (Swastika Dutta), তৃণা সাহা (Trina Saha), উষসী রায় (Ushasi Ray), অনন্যা সেন (Anannya Sen),সকলেই কিন্তু গভীর জলের মাছ।
চার অভিনেত্রী ছাড়াও সিরিজে দেখা যাবে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta), সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee), দের।