আগেই ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে দেখানো হয়েছে নোলক-অরিন্দমের ডিভোর্সের পর্ব । তাঁদের সম্পর্কে চিড় ধরেছে । তাঁদের মাঝে এসে পড়েছে অরিন্দমের প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে । যদিও, গোটাটাই একটা ষড়যন্ত্র । অরিন্দমের কোনওদিন আগে বিয়েই হয়নি। এদিকে নানা ভুল-বোঝাবুঝির জেরে দূরত্ব বেড়েছে নোলক অরিন্দমের।
এমনকি, গ্রামের সেই সাদামাটা মেয়ে নোলকের জীবনে এসেছে অসংখ্য বদল। উকিল বাবুর ছত্রছায়া থেকে বেরিয়ে এখন সে নিজেও প্রতিষ্ঠিত একজন উকিল। ইতিমধ্যেই স্বামী অরিন্দম রায়ের বিরুদ্ধেও কোর্টে মুখোমুখি হয়েছে সে। স্বভাবতই তাদের মধ্যে বেড়েছে দূরত্ব।
আরও পড়ুন: মেয়ে কি বলিউডেই আসবে? কী বলছেন আলিয়া ভাট
সম্প্রতি ষ্টার জলসার তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি প্রোমো, যেখানে দেখা গিয়েছে ছদ্মবেশে কোনও কেসের ব্যাপারেই হয়ত তদন্তে নেমেছিল নোলক। কিন্তু সেখানে গুন্ডাদের কবলে পড়ে সে। আর ঠিক সেইসময়ের ত্রাতার মতো এন্ট্রি নেয় নোলকের ‘উকিল বাবু’, সমস্ত বাধা বিপদ থেকে ফের নোলোককে আগলে নেয় সে। নোলক অরিন্দমকে কাছাকাছি আসতে দেখে দর্শকদের আনন্দ যেন ধরে না।