করোনা আবহে বড় করে অনুষ্ঠান নয়, ওয়েবসাইটে ঘোষণা হল গোল্ডেন গ্লোব পুরস্কার। এক নজরে দেখে নেওয়া যাক সেরার সেরা হলেন কারা?
শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল দ্য পাওয়ার অব দ্য ডগ- ছবিটি। ওই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব এল জেন ক্যাম্পিয়ন।
কিং রিচার্ড ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন উইল স্মিথ। প্রথমবার গোল্ডেন গ্লোব জিতলেন স্মিথ।
বিইইং দ্য রিকার্ডোস ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নিকোল কিডম্যান।
মিউজিকাল অথবা কমেডি বিভাগে শ্রেষ্ঠ মোশন পিকচার অ্যাওয়ার্ড পেল স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি।
ওই বিভাগে সেরা অভিনেতার শিরোপা পেলেন। অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক বুম)। ওয়েস্ট সাইড স্টোরি তে অভিনয়ের জন্য র্যাচেল জেগলার পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।