রেডিও ছেড়েছেন মীর আফসার আলি (Mir Afsar Ali), তবে ‘গপ্পো’ বলা ছাড়েননি তিনি। সকাল ম্যান মীরের গলা শুনেই ঘুম ভাঙত শহরবাসীর, আর ‘সানডে সাসপেন্সে’ তাঁর গল্প শুনে আসত ঘুম । এত বছরের অভ্যাস হঠাৎ বদলে যাবে? স্বভাবতই তাঁর রেডিও ছাড়ার সিদ্ধান্তে শ্রোতাদের মুখ হয়েছিল বেজায় ভার। তখনই ‘সকাল ম্যান’ কথা দিয়েছিলেন খুব শিগগিরই তিনি ফিরবেন নিজের মতো করে।
Mir Afsar Ali: 'এবার ঠেকে শিখবেন না, শুনবেন', ১ জানুয়ারি থেকে নতুন অবতারে মীর আফসার আলি
আজ ২৩ সে জানুয়ারি। মীর কন্যা মুসকানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই মুসকান তথা তার সমস্ত শ্রোতাদের মীর উপহার দিতে চলেছেন ‘গপ্পো মীরের ঠেক’ । সেই ৯৪ সাল থেকে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করে আসছেন মীর। খাস খবর, মির্চি , মীরাক্কেল সমস্ত অনুষ্ঠানেই নিজের ছাপ রেখেছেন তিনি। এবার নিজের জন্য, নিজের মতো করে কিছু করতে চান তিনি। সোমবার, ২৩ শে জানুয়ারিই মীরের নিজস্ব ইউটিউব চ্যানেলে আসছে তাঁর প্রথম গল্প।