এবারে দুয়ারে ‘গপ্পো মীরের ঠেক’, আর মুঠোফোনে নয় এবার শ্রোতাদের বাড়ির দোরগোড়ায় গিয়ে একেবারে ড্রয়িংরুমে বসে চা খেতে খেতে 'গপ্পো' শোনাবেন ,প্রাক্তন সকলম্যান।জনপ্রিয় রেডিও স্টেশনের রেডিও জকির পদ থেকে সরে দাঁড়ানোর পর, ‘ঠেক’ নিয়েই ব্যস্ত কণ্ঠ অভিনেতা মীর আফসার আলি। অল্প দিনেই, ‘সানডে সাসপেন্সের’ মতো জনপ্রিয় শো-কে টেক্কা দিচ্ছে তাঁর পডকাস্ট চ্যানেল। শুধু কণ্ঠ অভিনেতাই নয় , কৌতুক শিল্পী, সঞ্চালক, RJ হিসেবেও তাঁর দেশজোড়া নাম।
Souraseni Maitra: বড়পর্দায় বুদ্ধদেব গুহর উপন্যাস 'বাবলি', রাজের পরিচালনায় অভিনয়ে সৌরসেনী
এবার কেবল অডিও নয় ভিস্যুয়ালেও কাজ করতে চলেছেন মীর আফসার আলি। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি প্রোমোতে, মীর বলছেন,
‘ড্রয়িংরুমে সারি সারি চরিত্রদের মেঘ
তোমার ঘরে বসবে এবার গপ্পো মীরের ঠেক’, এখন অপেক্ষা আপনার বাড়ির কলিং বেলটা বাজার …