ব্যোমকেশ-ফেলুদা একঘেয়ে, গল্প তো আগেই লেখা, সে সবই বারবার বড়-ছোট পর্দায়, ওটিটি-তে ফিরে ফিরে আসছে। না, আমাদের কথা নয়, এরকমটা বলছেন গোরা ডিটেকটিভ মানে ঋত্বিক চক্রবর্তী। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিক জানিয়েছেন পর্দায় নিজে গোয়েন্দা হলেও নিজে তিনি গোয়েন্দা গল্পের খুব ভক্ত নন।
আগামী ৩০ জুন থেকে হইচইতে মুক্তি পাচ্ছে গোরা সিজন ২। এই সিজনের পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়।
প্রাইভেট ডিটেক্টিভ গৌরব সেন । গোরা নামেই পরিচিত । আগের সিজনেই জানা গিয়েছে খুনের রহস্যের কিনারা করেন তিনি । তাও যে সে নয় তিনি সিরিয়াল কিলার স্পেশালিস্ট । অথচ মনে রাখতে পারেন না কিছুই ,কিন্তু গোয়েন্দাগিরি তো তিনি ছাড়ছেন না।
সিজন ২-এ এক ঝাঁক তারকা সমাগম। ঋত্ত্বিক এবং সহকারীর চরিত্রে সুহত্র ছাড়াও রয়েছেন মানালী দে, উষশী রায়, অভিজিৎ গুহরা। ট্রেলার দেখেই বোঝা যায় এবার গোরার বিবাহ অভিযান এবং সেই নিয়ে বিশাল সমস্যা।