মা-কে হারিয়েছেন বছর খানেক হল। নিজেও মা হয়েছেন। আজ জামাই ষষ্ঠী, এই বিশেষ দিনে বাবাই পুষিয়ে দিলেন ঋদ্ধিমার মায়ের অভাব। গৌরবকে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে খাবার পরিবেশন করেছেন ঋদ্ধিমার বাবাই। দিয়েছেন পাখার বাতাস, ষাটের জল। গৌরবের খাবার পরিবেশন করা হয়েছে রুপোর থালা, বাটি গ্লাসে।
এলাহি সেই আয়োজনে, কী নেই? ফিশ ফ্রাই, মাছ ভাজা থেকে শুরু করে ভাত -পোলাও চিংড়ি,মালাইকারি, পাঁচ রকমের ভাজা, মটন, ৫ রকমের মিষ্টি, চাটনি, আম লিচু- সবই সাজিয়ে দেওয়া হয়েছিল। নাতি ধীরকে কোলে নিয়ে জামাই-কে দাঁড়িয়ে থেকে খাইয়েছেন ঋদ্ধিমার বাবা।
সপ্তাহের মাঝেই এবার জামাইষষ্ঠী। এই একটা দিন বাকি দিন গুলির থেকে অন্যরকম। তাই এই দিনটার জন্যই নিজেদের ফ্রি করে রেখেছিলেন টলিউডের দুই সেলিব্রিটি। সকাল থেকেই জামাইষষ্ঠীর অনুষ্ঠানে মেতে ছিল ঋদ্ধিমার বাড়ি।