১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2022) উদ্বোধন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট৷ প্রতিবছরের মতো এবারেও আমন্ত্রিত বিগ বি অমিতাভ বচ্চন-শাহরুখ খানরা।
নেতাজি ইন্ডোরের উদ্বোধনী মঞ্চ আলো করতে পারেন অরিজিৎ সিং (Arijit Singh), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। শোনা যাচ্ছে, 'মহারাজা' সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)। বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt), তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও উপস্থিত থাকতে পারেন।
প্রসঙ্গত, এই প্রথম একই বছরে দু'বার অনুষ্ঠিত হচ্ছে kiff. গত মে মাসেই অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত, নন্দন, রবীন্দ্রসদন, নজুরুলতীর্থ সহ একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৯ টি দেশের চলচ্চিত্র।
হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ও জয়া- অমিতাভ অভিনীত ছবি 'অভিমান' এবছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি