সুনীল কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কে.এল রাহুলের বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম পেজ থ্রির পাতা। সম্প্রতি জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখেই চার হাত এক হবে আথিয়া রাহুলের। পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে শুভ কাজ। অতিথি তালিকা যেন চাঁদের হাট।
ক্রিকেট এবং বিনোদন জগতের বহু তারকারাই উপস্থিত থাকতে পারেন রাহুল আথিয়ার বিয়েতে। সূত্রের খবর, অতিথিদের তালিকায় রয়েছেন সালমান খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, এমএস ধোনি এবং বিরাট কোহলির মতো প্রথম সারির তারকারা।
Athiya Shetty and KL Rahul: হাতে আর কয়েক দিন, গাঁটছড়া বাঁধছেন রাহুল-আথিয়া
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিয়ের যাবতীয় অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুনীল শেঠির খান্ডালার বাংলোতে। যদিও পরিবারের কেউ এই বিষয়ে কিছু জানাননি। সূত্রের খবর, ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন 'লেডিজ নাইট'-এর আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন আথিয়ার ঘনিষ্ঠ মহিলা বন্ধুরা। থাকবেন অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন। পরের দিন তাঁরা সকলে যোগ দেবেন মেহেন্দির অনুষ্ঠানে। আশা করা যাচ্ছে, এই অনুষ্ঠানে পারফর্ম করবেন আথিয়ার বন্ধু, ভাই আহান এবং বাবা-মা সুনীল এবং মায়া।