অস্কার ২০২৩ (Oscar 2023)-এ জায়গা করে নিল ভারতীয় সিনেমা । অস্কারের জন্য মনোনীত হল গুজরাটি ছবি (Gujrati Movie) ‘চেলো শো’ (Chhello Show)। আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগের জন্য মনোনীত হয়েছে সিনেমাটি । মূলত, বয়ঃসন্ধির গল্প ও তার সঙ্গে রয়েছে জাদুর ছোঁয়া । সেই জাদুতেই অস্কারে জায়গা করে নিল এই ভারতীয় সিনেমা ।
সিনেমার পরিচালনা করেছেন প্যান নলিন। ‘চেলো শো’-তে অভিনয় করেছেন ভবিন রাবারি, ভবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রভল এবং পরেশ মেহতা । ২০২১ সালে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছিল । অস্কারে তাঁর ছবি মনোনীত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি নলিন । টুইটারে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং জুড়ি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন । শুধু তাই নয়, মানুষকে বিনোদন দেয়, অনুপ্রেরণা দেয় এমন সিনেমার প্রতি বিশ্বাস আরও বাড়ল বলেও মত পরিচালকের ।
আরও পড়ুন, Prosenjit Chatterjee : প্রসেনজিতের জীবনে নতুন নায়িকা, বললেন, 'চিরদিনই তুমি যে আমার'
নলিন আরও বলেন, "কখনও ভাবিনি, এমন একটা দিন আসবে ।‘চেলো শো’ মুক্তির শুরু থেকে ভালবাসা পেয়ে আসছে ।" সেইসঙ্গে আরও একটা প্রশ্ন তুলে দিয়েছেন পরিচালক । তাঁর প্রশ্ন, যে দেশের উপাদানে তৈরি এ ছবি, সেই দেশ কি আপন করে নেবে এই সিনেমাকে ? আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘চেলো শো’।
'চেলো শো' একটি নয় বছরের শিশুকে নিয়ে গল্প । বাবা ট্রেনের যাত্রীদের চা বিক্রি করে । তাই রেললাইনের ধারেই কেটে যায় তাদের জীবন । তবে, সেখানেই থেমে থাকেনি ওই শিশুর জীবন । এগিয়ে চলে তার স্বপ্ন ।