নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী দেবিনা বোনার্জি।। এবারও তাঁর কোল আলো করে এল শিশুকন্যা সন্তান। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী তথা অভিনেতা গুরমিত চৌধুরী।
ইন্সটাগ্রামে তাঁরা লেখেন, 'আমাদের ছোট্ট শিশু কন্যাকে পৃথিবীতে স্বাগতম। আমরা ফের অবিভাবক হতে পেরে- খুবই খুশি। আমাদের সন্তান নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। সেই কারণে ব্যক্তিগত কিছু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রার্থনা করি।' এই পোস্টে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন সোনু সুদ, ভারতী সিংহ থেকে শুরু করে অনেকেই।
চলতি বছর এপ্রিল মাসে প্রথম সন্তান লিয়ানার জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার ঠিক চার মাসের মাথায় দ্বিতীয়বার মা হতে চলার খবর দেন তিনি। লিয়েনার জন্ম দেওয়ার সময় বেশ কিছু শারীরিক সমস্যা দেখা গিয়েছিল।
সেই কারণেই দেবিনার দ্বিতীয় মা হতে চলার খবর সামনে আসার পরেই সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, একটু সময় নিয়ে তার পর মা হওয়া উচিত ছিল দেবিনার। যদিও সমালোচনার জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী।