"তোমরা তো ব্যস্ত আর বড্ড দামি
একা একা আমি আর থাকতে পারি না
এমনি করে না ভাল লাগা ঢাকতে পারি না"
বাবা-মা সময় দিতে না পারলে কেমন লাগে সন্তানের? কতোটা একলা হয়ে পড়ে ছোট্ট ছোট্ট মনগুলো? মুঠো ফোনেই বিকেল কাটে যে প্রজন্মের, তাঁদের নিয়েই রাজ চক্রবর্তীর ছবি (Raj Chakraborty) (Habji Gabji)। মোহন কাননের (Mohan Kanan) গলায় মুক্তি পেল ছবির প্রথম গান। ৩ জুন হলে মুক্তি পাবে ছবিটি।
পরপর বাংলা ছবির রিলিজ, তাই কি গরমের ছুটি ঘোষণা মমতার? কী বলছেন মিমি?
মোবাইল গেমে আসক্ত শৈশব নষ্ট হচ্ছে মা-বাবাদের সামনেই। সন্তানকে নিজেদের সময় দিতে না পারাটুকুর বিনিময়ে ওঁরাই কচি সবুজ মনগুলোকে বানিয়ে দিচ্ছে যন্ত্র। ধীরে ধীরে অবাধ্য হয়ে ওঠা পাবজি প্রজন্মেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বন্ধু, পড়শি, আত্মীয়, স্বজন সবার থেকেই। ভীষণ চেনা ছবি এই থিমের ওপরেই রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি'। ছবিতে বাবা মায়ের ভূমিকায় এক্কেবারে নতুন জুটি- পরমব্রত-শুভশ্রী (Prambrata-Subhashree)।