সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। এবার কি খোদ ভগবানই তাহলে দেখা দিলেন প্রেক্ষাগৃহে? সম্প্রতি, ছবির স্ক্রিনিং-এর সমকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোনও এক প্রেক্ষাগৃহে 'আদিপুরুষ'-এর শো চলাকালীন সত্যিই এক বাঁদরকে দেখা গিয়েছে অডিটোরিয়ামে উঁকি মারতে, অমনি 'জয়শ্রীরাম' ধ্বনিতে মুখরিত হয়েছে প্রেক্ষাগৃহ।
রামায়ণ আশ্রিত ছবিটি নিয়ে ইতিমধ্যে আলোচনা-বিতর্কও কম হয়নি। প্রতিটি মাল্টিপ্লেক্সেও একটি করে আসন রাখা হয়েছে হনুমান এর মূর্তি প্রতিষ্ঠা করার জন্য।