টলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিডের আজ জন্মদিন। বলছি রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের কথা। বয়স সবে দুই পূর্ণ করল, এরই মধ্যে খুদে সেনসেশন সে।
মাথায় ঝাঁকড়া চুল নিয়ে কখনও পুজোর মণ্ডপে ঢাক বাজায়, কখনও স্টিয়ারিং হাতে পেয়ে বাবার কোলে বসেই গাড়ি চালিয়ে নেয় একটুও না ঘাবড়ে। আবার দু'বছর হওয়ার আগেই স্কুলেও চলে গেছে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় তার ছবি-ভিডিও ভাইরাল হওয়া আটকায় কে? দেখতে দেখতে দু'বছর পূর্ণ করল ইউভান।
২০২০ তে রাজ শুভশ্রীর কোল আলো করে এসেছিল ফুটফুটে ইউভান, তখন অতিমারী একেবারে মধ্যগগনে।
ইউভানের জন্মদিনে ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই মিষ্টি আদুরে এক পোস্ট করেছেন ইউভানের মাম্মাম, মানে মাসি। দিন গড়ালে নিশ্চয়ই খুদের জন্য অপেক্ষা করছে বড় সেলিব্রেশন!