টলিউডের মিতিন মাসি তিনি। তবে শুধু মিতিনই কেন আরও নানা নামে তিনি বিখ্যাত হয়েছেন টলিউডে। কখনও মধু, কখনও রিয়া কখনও বা পূজা। দেব, জিৎ, হিরণ, সোহমদের সঙ্গে একের পর এক ছবিতে একেবারে চুটিয়ে অভিনয় করছেন কোয়েল মল্লিক। আজ কোয়েলের জন্মদিন। ৪১-এ পা দিলেন অভিনেত্রী। তবে বয়স তাঁর কাছে কেবলমাত্র একটা সংখ্যা। প্রায় দুই দশক টলিউডে কাটিয়ে ফেললেন কোয়েল, তবু বিতর্ক তাঁকে ছুঁতে পারেনি কোনওদিন।
জিতের সঙ্গে ছবি দিয়েই টলিউডে তাঁর অভিষেক। ‘সাথী’ ছবিতে কোয়েলেরই অভিনয় করার কথা ছিল , কিন্তু সেই সময় বাবা রঞ্জিত মল্লিকের মত পাননি কোয়েল। তাই তাঁর প্রথম ছবি ‘নাটের গুরু’, সেই শুরু তারপর থেকে আর কোনওদিন পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল জিতের সঙ্গে নাকি সম্পর্কও ছিল কোয়েলের। আর সেকারণেই নাকি জিতের তৎকালীন নায়িকা স্বস্তিকা বিচ্ছেদ ও করেছিলেন বলে শোনা যায়। তবে, পরে জানা যায় তারা ছিলেন কেবলই ভাল বন্ধু।
২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল, তারপর ২০২০ সালে তার কোলে আসে ফুটফুটে কবীর। সেই বিয়ের গল্পটাও ভারি মজার। কোয়েলের নাকি বিয়ে হয়েছিল ‘উঠল বাই কটক যাই’ গোছের। এক সাক্ষাৎকারে কোয়েল নিজের বিয়ের গল্প বলতে গিয়ে জানান, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে আটটা, কোয়েল বাড়িতে জানান তিনি বিয়ে করবেন। সুযোগ হাতছাড়া করেননি কোয়েলের মা। এরপরই নিসপালকে ফোন করে জানানো হয় কোয়েল বিয়ে করবেন, ব্যস ওমনি বেজে যায় বিয়ের সানাই।
Adrit-Kaushambi Wedding: আদৃত- কৌশাম্বির বিয়ে, কোথায় বসছে 'রাজকীয়' আসর?
তারপর থেকে মল্লিক বাড়ির পুজো হোক, বা নিসপালের বাড়ির কোনও অনুষ্ঠান। কোয়েল সবেতেই থাকেন স্বমহিমায়। একজন ভাল অভিনেত্রী তো বটেই, মা এবং মেয়ে হিসেবেও তিনি তাঁর দায়িত্ব পালন করতে ভোলেন না। এডিটরজি বাংলার তরফে, কোয়েলকে জন্মদিনের একগুচ্ছ শুভেচ্ছা।