বারো বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল টিম ইণ্ডিয়ার সামনে। সেই স্বপ্ন সফল হয়নি। রবিবার রাতে টিম ইন্ডিয়ার পার্ফরম্যান্সের সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁরই করা এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠল নেট দুনিয়ায়।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ। একগুচ্ছ তারাদের আলোয় চোখ ঝলসানোর জোগাড়। গ্যালারিতে বসে খেলা দেখছন বিরাট কোহলি এবং কে এল রাহুলের স্ত্রী অনুষ্কা আথিয়া। টেলিভিশনের ক্যামেরা বারবার ঘুরছে তাঁদের দিকে। অমনি সেই বিতর্কিত মন্তব্য করে বসলেন ধারাভাষ্যকার হরভজন।
SRKs viral video with snake: একের পর এক চ্যালেঞ্জ! এবার কি সাপুড়ের ভূমিকায় শাহরুখ? ভাইরাল হলো ভিডিয়ো
বলে বসেন, 'এরা ক্রিকেট নিয়ে কথা বলছেন, নাকি সিনেমা নিয়ে? খেলা এরা কতোটা বোঝেন সেই নিয়ে আমার সংশয় রয়েছে'।