বিয়ের তিনবছর পর ফের বিয়ে! ভ্যালেন্টাইন্স ডে-তে আরও একবার বিয়ের আসরে নাতাশা স্তানকোভিচ। পাত্র অন্য কেউ নন, হার্দিক পান্ডিয়াই। জানা গিয়েছে, এবার ধুমধাম করে বিয়ে সারবেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে হোয়াইট ওয়েডিং।
তিন বছর আগে আইনি প্রক্রিয়ায় চটজলদি বিয়ে সেরে ফেলেতে হয়েছিল তাঁদের। ইতিমধ্যে সন্তানের বাবাও হয়েছেন হার্দিক। কেরিয়ারেও ব্যাড প্যাচ কাটিয়ে উঠেছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন। নিজের অলরাউন্ড পারফরম্যান্সেও মন কেড়েছেন। এসবের মধ্যে ধুমধাম করে বিয়ে করা হয়নি হার্দিকের। এবার বিয়ের মরশুমে সেই স্বাদই পূরণ করবেন এই যুগল।
আরও পড়ুন - মুম্বইয়ে ফিরলেন নবদম্পতি, বিমান বন্দরে নেমেই মিষ্টি বিতরণ সিড-কিয়ারার
জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে বিয়ে হবে হার্দিক ও নাতাশার। এক নামি বিদেশি সংস্থার গাউনও পরবেন নাতাশা। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।