বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন । সেই থেকেই বিশ্রামে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া । একের পর একে ম্যাচ, সিরিজ থেকে বাদ পড়ছেন । আফগানিস্তান সিরিজ থেকেও যে ছিটকে যাবেন, সেই নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল । আইপিএলে খেলা নিয়েও সম্প্রতি অনিশ্চয়তা দেখা দিয়েছিল । সম্প্রতি জানা গেল, আফগানিস্তান সিরিজে খেলার সম্ভাবনা নেই হার্দিকের । তবে, আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন এই অলরাউন্ডার ।
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাবেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি ফিট হয়ে আগামী বছর আইপিএলে মাঠে ফিরবেন । IPL-এর আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে । তবে, বিসিসিআইয়ের পক্ষ থেকে হার্দিক পান্ডিয়ার হেলথ নিয়ে নতুন কোনও আপডেট দেওয়া হয়নি ।
মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, মোটামুটি ভাবে ঠিক হয়ে আছে আইপিএলের সময়সীমা। এই সময়ের মধ্যে হার্দিককে ফিট করে তোলাই এখন বড় কাজ মুম্বইয়ের। উল্লেখ্য, রোহিতকে সরিয়ে হার্দিককে নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স ।