খোদ পাঞ্জাবি বিয়ে বলে কথা। রণবীর-আলিয়ার বিয়ের জোর প্রস্তুতি চলছে। আলিয়া বিয়েতে পরছেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা। আর তাঁর হবু শাশুড়ি নীতু কাপুর বিশেষ দিনের জন্য বেছেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। ইতিমধ্যে পোশাক-আশাক ভর্তি ব্যাগ নিয়ে রণবীরের বান্দ্রার ফ্ল্যাটে যেতে দেখা গিয়েছে নীতু কাপুর এবং পরিবারের আরও কয়েকজনকে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৫ এপ্রিল আরকে হাউজেই বসছে বলিউডের এই বছরের সবচেয়ে আলোচ্য সেলেব বিয়ের আসর। হনিমুন ডেস্টিনেশনও ঠিক করে ফেলেছেন দুজনে। মধুচন্দ্রিমার জন্য 'রালিয়া' বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা।
মেহেন্দির উদযাপন শুরু ১৩ তারিখ। তারপর একে একে সঙ্গীত আর বাকি সব আচার অনুষ্ঠান তো রয়েছেই।
বিয়ের আগে ব্যাচেলর পার্টিরও আয়োজন করবেন রণবীর কাপুর । পার্টিতে রণবীরের ছোটবেলার বন্ধুরা থাকবেন । বলিউড থেকে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, অয়ন মুখোপাধ্যায় সহ আরও অনেকে ।
২০১৮ সাল থেকে একে অপরকে ডেটিং করছেন রণবীর-আলিয়া । সোনম কাপুরের বিয়েতে নিজেদের সম্পর্কতে সিলমোহর দেন তাঁরা । রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা আজকের নয়, বহুদিন ধরেই । রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি তৈরি না হলে ২০২০ সালেই আলিয়াকে বিয়ে করতেন তিনি ।
কয়েকদিন আগেই আবার ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রমোশনে এসে আলিয়া ভাটের (Ranbir-Alia wedding) সঙ্গে বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন রণবীর কাপুর । তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন, "এই মুহূর্তে আমি কোনও তারিখ বলছি না । তবে, আলিয়া এবং আমার খুব তাড়াতাড়িই বিয়ে করার ইচ্ছে রয়েছে ।"