বলিপাড়ায় দিশা পাটানি আর টাইগার শ্রফের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। প্রকাশ্যে বহুবার তাঁদের অন্তরঙ্গতার প্রমাণ পেয়েছেন পাপারাৎজিরা। বিমানবন্দর থেকে রোম্যান্টিক ডেটে তাঁদের হাতে হাত রাখা ছবি ক্যামেরাবন্দি হয়েছে অসংখ্য। কিন্তু মুখে কিছুই বলেননি কখনও দুজনেই। এভাবেই কেটেছে প্রায় ছয় বছর। সময়ে বাড়লে সম্পর্ক মজবুতও যেমন হয়, আবার কোন ফাঁকে ঘুণও ধরে। দিশা-টাইগারের ক্ষেত্রেও কি তাহলে তেমনটাই?
Srabanti- Prosenjit: বাবা-মেয়ের চরিত্র থেকে স্বামী-স্ত্রীর ভূমিকায় শ্রাবন্তী-প্রসেনজিৎ
বলিপাড়ায় জোর জল্পনা, লাভ বার্ডসের ছাড়াছাড়ি হয়েছে সম্প্রতি। কারণ, এখনও অজানা। জ্যাকি পুত্রের ঘনিষ্ঠ বন্ধুই নাকি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। টাইগার এই মুহূর্তে সপরিবারে সময় কাটাচ্ছেন লন্ডনে, অন্যদিকে দিশা ব্যস্ত তাঁর পরের ছবি 'এক ভিলেন রিটার্ন্স'এর প্রচারে।
তবে শোনা যাচ্ছে, দুজনেই চলতি হাওয়ার পন্থী, মানে প্রেম ফুরোলেও বন্ধুত্ব নাকি অটুট রয়েছে দুজনের।