মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Sumon) পরিচালিত ছবি 'হাওয়া' ওপার বাংলায় মুক্তি পায় গত জুলাই মাসে। সেই ছবির প্রশংসায় ভেসেছে নেটপাড়া, তাবড় তাবড় সব চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি৷ এপার বাংলাতেও সেই ছবির জনপ্রিয়তা বোঝা গিয়েছিল কলকাতায় অনুষ্ঠিত 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে' নন্দনের বাইরে লম্বা লাইন দেখেই। তবু গোটা বাংলার মানুষের এই ছবি দেখতে না পারার আক্ষেপ ছিলই।
এরই মধ্যে সুখবর। ফের বাংলায় বইতে চলেছে 'চঞ্চল' হাওয়া। আগামী ১৬ ই ডিসেম্বর কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে হাওয়া, এবং ৩০ ডিসেম্বর গোটা ভারতবর্ষেই মুক্তি পাবে এই ছবি।
রীতিমতো চঞ্চল হাওয়ায় কাঁপছে দুই বাংলা। ওপার বাংলার এই ছবি মূলত মাঝি এবং মৎস চাষীদের জীবন, তাদের রোজনামচা দিয়েই সাজানো হয়েছে। যারা নন্দনে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও ছবি দেখতে পাননি, বা অন্য জেলা থেকে ইচ্ছে থাকলেও ছবিটি দেখার উপায় করতে পারেননি তাদের আফসোসের দিন শেষ। এবার আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহেই বইবে 'হাওয়া'।